বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ৩ বছরের কারাদন্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০২:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ফটিকছড়িতে ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ৩ বছরের কারাদন্ড দিয়েছে চট্টগ্রামের আদালত।
একই সাথে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে গিয়াস কাদের চৌধুরীর অনুপস্থিতিতে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার এই রায় ঘোষণা করেন। গত ২৮ মে ফটিকছড়িতে বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন বিএনপির এই নেতা। এই অভিযোগে ৩০ মে ফটিকছড়ি থানায় হুমকির মামলা দায়ের করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন। মামলায় আরও অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করা হয়। এই মামলায় গ্রেফতার গিয়াস কাদের চৌধুরী জামিনে বেরিয়ে চিকিৎসার জন্য দেশ ছাড়েন।