বিএনপির কোন অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বিএনপির কোন অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচনে ব্যর্থ বিএনপির পরাজিত নেতারা এখন হাঁকডাক শুরু করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের মাঠ গরমের অপচেষ্টাও সফল হবে না। এ সময় জেল, জুলুম, নির্যাতন আর রাজপথ থেকে উঠে আসা জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই বলেও জানান ওবায়দুল কাদের।