বিএনপির ঘরবন্দি রাজনীতি দেশের সুস্থধারার রাজনীতি চর্চার পরিবেশকে দূষিত করছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ১০:০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিএনপির ঘরবন্দি রাজনীতি দেশের সুস্থধারার রাজনীতি চর্চার পরিবেশকে দূষিত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। এদিকে কুষ্টিয়ায় মতবিনিময় সভায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের ৮০ থেকে ৯০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা হবে।
বুধবার সরকারি বাসভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গনমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রীর প্রণোদনা নিয়ে কোন ধরনের অনিয়ম সহ্য করে হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
গণপরিবহন চলাচলে শর্তের ব্যতয় হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এদিকে, কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। পরে ভ্যাকসিনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি।
এছাড়া রাজধানীর গাবতলী বাসষ্ট্যান্ড ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরে প্রধানমন্ত্রীর নির্দেশে ৫’শ বাস শ্রমিক, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী এবং ঈদ উপহার বিতরণ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও দক্ষিন যুবলীগ।