বিএনপির চলমান আন্দোলনের কারণে সরকার বাধ্য হয়ে সংলাপের জাল পেতেছে : দুদু
- আপডেট সময় : ০৫:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ১৮১২ বার পড়া হয়েছে
বিএনপির চলমান আন্দোলনের কারণে সরকার বাধ্য হয়ে সংলাপের জাল পেতেছে বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, সরকারের পদত্যাগের আগে সংলাপ নয়। আরেক ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, দেশে গণতন্ত্র না থাকায় মন্দিরে মন্দিরে হামলা হয়। ঝিনাইদহ এবং কুমিল্লায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ঝিনাইদহ জেলা বিএনপি। প্রধান অতিথি বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, চলমান আন্দোলনের কারণে সরকার সংলাপের জাল পাতছে। পদত্যাগ করলেই সংলাপ হতে পারে।
কুমিল্লায নগরীর ঠাকুরপাড়ারা আশ্রমে, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় আহতদের দেখতে গিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেন, দেশে গণতন্ত্র না থাকায় মন্দিরে মন্দিরে হামলা হয়।
এদিকে, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নিংশর্ত মুক্তির দাবীতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।