বিএনপির দৃষ্টি ঘন কুয়াশায় আচ্ছন্ন বলেই সরকারের কোনও অর্জন তাদের চোখে পড়ে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বিএনপির দৃষ্টি ঘন কুয়াশায় আচ্ছন্ন বলেই সরকারের কোনও অর্জন তাদের চোখে পড়ে না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বর্তমানে দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ থাকায় তাদের অপরাজনীতি কোন কাজে আসছেনা। নিজ সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এই কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাব দিতে শুক্রবার সকালে নিজ সরকারি বাসভবনে ব্রিফিংয়ের আয়োজন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি বরাবরের মতো সরকারের বিরুদ্ধে অসত্য অভিযোগের তীর ছুঁড়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্জন বিএনপির কুয়াশাচ্ছন্ন চোখে ধরা পড়ছেনা বলেও অভিযোগ করেন তিনি। তৃণমূলসহ দেশের মানুষকে উন্নততর জীবন দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।