চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বিএনপির বৈঠক

- আপডেট সময় : ০৭:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি। বিকেলে ঢাকায় নিযুক্ত জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যান জেনস্কির সাথে বৈঠকের পরে এমন তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দলীয় সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে বিএনপি’র পক্ষ থেকে রাস্ট্রদূতকে জানানো হয়েছে। বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় আসেন ঢাকায় নিযুক্ত জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যান রলফ জেনস্কি।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিশ্বের অন্য দেশের মতো জার্মানিও বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন দেখতে চায়।
তিনি বলেন, কোন প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন হবে, তা ঠিক করবে দেশের জনগন। জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়েছেন বলেও জানান আমির খসরু খসরু মাহমুদ চৌধুরী।