বিএনপির মহাসমাবেশের ঘোষণায় সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে
- আপডেট সময় : ০১:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিএনপির মহাসমাবেশের ঘোষণায় সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। বিএনপির কর্মসূচি শক্ত হাতে দমনের হুমকি দিয়ে ওবায়দুল কাদের প্রমাণ করেছেন, বর্তমান শাসক সম্পূর্ণরূপে গণতন্ত্র বিবর্জিত। নির্বাচনী অনিয়মের প্রতিবাদ করতেই সুশৃংখল ও শান্তিপূর্ণ কর্মসূচি দেয়া হয়েছে-জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ নেতার বক্তব্যে দেশের জনগণ অবাক হয়েছে। ওবায়দুল কাদের ষড়যন্ত্র আবিষ্কারের মহাবিজ্ঞানী বলেও অভিযোগ করেন রিজভী। আওয়ামী সরকার সন্ত্রাস বিতরণের কেন্দ্রে পরিণত হয়েছে, দেশ এখন মাফিয়াদের দখলে। সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব আরো জানান, আগামী ৮ ফেব্রুয়ারী খালেদা জিয়ার কারাবন্দির ৩ বছর পূর্তি উপলক্ষে ঢাকা মহানগরসহ জেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। নিজেদের নিরাপদে রাখতে খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে সরকার। মিথ্যা মামলায় অন্যায়ভাবে বন্দী রাখা হয়েছে তাকে।