বিএনপির রাজনৈতিক সংস্কৃতি হলো জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার আর নির্বাচন বিমুখতা : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০৮:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনৈতিক সংস্কৃতি হলো জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার আর নির্বাচন বিমুখতা। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে সরকারি বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুরুতেই আওয়ামী লীগের পক্ষে থেকে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন শুভেচ্ছা জানান তিনি।
এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন, জঙ্গীবাদ নির্মুলসহ অভিন্ন ইস্যুতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আরো নতুন উচ্চতা পাবে দু’দেশের জনগণ ও সরকারের সম্পর্ক।
আওয়ামী লীগ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনি উল্লেখ করে বিএনপির বিভিন্ন জবাবও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগ কোন দলকেই নির্মূল করতে চায় না বলেও জানান ওবায়দুল কাদের।