ঘোষণা ছাড়াই ঢাকায় দেখা মেলেনি কোন গণপরিবহনের
- আপডেট সময় : ০৯:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশকে ঘিরে ঢাকা আজ প্রায় অচল হয়ে পড়ে। ভোর থেকে রাজধানীর সব পয়েন্টে গাড়ি চলাচল কম করতে দেখা গেছে। দেখা মেলেনি কোন গণপরিবহনের। মোড়ে মোড়ে দীর্ঘসময় অপেক্ষার পর গাড়ি না পেয়ে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে গেছেন অনেকে। বাসের সংকট থাকায় রিকশা, অটোরিকশাসহ বিকল্প পরিবহনে যাতায়াতে গুণতে হয়েছে বাড়তি ভাড়া। এদিকে, সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে ভীতি। সরকারি ছুটি আর বিএনপির সমাবেশ, মিলিয়ে রাজধানী বেশ ফাঁকা।
গোলাপবাগে বিএনপি বিভাগীয় গণসমাবেশের কারণে ভোর থেকেই রাস্তায় গণপরিবহনের চলাচল একেবারেই সীমিত। তবে এই কর্মসূচিকে ঘিরে যদিও গণপরিবহন বন্ধের কোনো ঘোষণা ছিলোই না।
রাজধানীর মোহাম্মদপুর, আবদুল্লাহপুর, ফার্মগেট, মহাখালী বাসস্ট্যান্ড ঘুরে কোথাও গণপরিবহনের দেখা মেলেনি। তবে বিভিন্ন সড়কে রয়েছে পুলিশের চেকপোস্ট। যাতে সড়কে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা।
সরকারী ছুটির দিন থাকলেও বেসরকারী অফিস ছিলো খোলা। ফলে অফিস কিংবা ব্যক্তিগত কাজে বেরিয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস না পেয়ে হেঁটেই গন্তব্যে উদ্দেশ্য গেছেন অনেকে।
গণপরিবহনের সংকট থাকায় বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছেছেন অনেকে। বাড়তি ভাড়া দিতে হয়েছে এ জন্য।
গণসমাবেশকে ঘিরে রাজধানীতে গণপরিবহন বন্ধ থাকার কথা জানে না পুলিশ।
গণপরিবহন সংকটে দিনভর নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়।