বিএনপির সমাবেশে সরকারি দলের বা’ধা অগণতান্ত্রিক : চুন্নু
- আপডেট সময় : ০৯:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ১৭৯৯ বার পড়া হয়েছে
বিএনপির বিভাগীয় সমাবেশে সরকারি দলের বাঁধা অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু। আওয়ামী লীগ- বিএনপি ক্ষমতা দখলে ব্যস্ত, জনগণের কথা কেউ ভাবে না বলে মন্তব্য করেন তিনি। আর দলের কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ থাকলে, আগামী নির্বাচনে দেশের বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে, উৎসব মুখর পরিবেশ আয়োজন করা হয় জাতীয় পার্টির সহযোগী সংগঠন সাংস্কৃতিক পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন।
সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সমালোচনা করে, পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে নীরব বিপ্লব ঘটতে পারে।
সরকারের দুর্নীতি আর দুঃশাসনের জন্য জনগণ অতিষ্ট্।তাই বিএনপির গণসমাবেশে কর্মীদের থেকে সাধারণ মানুষের অংশগ্রহণ বেশি হচ্ছে বলে দাবি করেন জাতীয় পার্টির মহাসচিব।
জাতীয় পার্টি সব আসনে প্রার্থী দিলে একটা নিরব বিপ্লবের মধ্যে দিয়ে আওয়ামী লীগ বিএনপির প্রতি জনগণের বিরক্তির প্রকাশ ঘটবে বলেও জানান মজিবুল হক চুন্নু।