বিএনপি’র ৭ মার্চের কর্মসূচি পালন ভণ্ডামি ও ইতিহাস বিকৃতির আস্ফালন : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি’র ৭ মার্চের কর্মসূচি পালনকে ভণ্ডামি ও ইতিহাস বিকৃতির আস্ফালন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, দেশ যখন সমৃদ্ধির পথে, তখন একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। এ সময় রাজশাহীর সমাবেশে বিএনপি নেতাদের বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ বলে কড়া সমালোচনাও করেন ওবায়দুল কাদের।
৭ মার্চের কর্মসূচি সফল করতে শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, সারা দেশে আলোকসজ্জা, আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রোড়পত্র, বিশেষ প্রকাশনা, বৃক্ষরোপণসহ নানা আয়োজনে চলতি বছরের ২৬ শে মার্চ থেকে পরবর্তী ২৬ শে মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের জানান, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে নিষিদ্ধ করে এখন ঐ দিনটিই পালন করার ঘোষণা বিএনপির ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়।
রাজশাহীতে বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বক্তব্যের কড়া সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই ঐতিহাসিক ক্ষণে এখনও তারা হত্যা-ক্যু-চক্রান্ত-ষড়যন্ত্রের রাজনীতিতে ব্যস্ত।
জনগণ থেকে সাড়া না পেয়ে বিএনপি এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে যাবার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।