বিগত সরকার উন্নয়নের মিথ্যে পরিসংখ্যান দিয়ে বিভ্রান্তি তৈরী করেছে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
- আপডেট সময় : ০৯:৩৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
ঋণের নামে অর্থ লোপাটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অর্থনীতিবিদরা। রাজধানীতে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি করেন তারা। অনুষ্ঠানে সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য অভিযোগ করেন, বিগত সরকার উন্নয়নের মিথ্যে পরিসংখ্যান দিয়ে বিভ্রান্তি তৈরী করেছে এবং আগামীর উন্নয়নে তথ্যের সচ্ছতা ও সংস্কার অপরিহার্য। অন্তর্বর্তী সরকার সতর্ক না হলে এক এগারো সরকারে মত বিপর্যয় তৈরী শঙ্কা রয়েছে বলে মত দেন অর্থনীতিবিদ ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রাজধানীর ইস্কাটনে বিস মিলনায়তনে সিজিএস আয়োজিত সংলাপ অনুষ্ঠানে গণতান্ত্রিক পুনর্গঠনের বিষয়ে এভাবেই নিজেদের ভাবনার কথা তুলে ধরেন অর্থনীতিবিদর। রাজনীতি এবং অর্থনীতি এক সূত্রে গাঁথা, এমন মত দিয়ে আর্থিক খাতের সংস্কারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
স্থবির অর্থনীতিকে গতিশীল করতে না পারলে বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করেন এই অর্থনীতিবিদ।
তবে চলমান আর্থিক সংকটের নেপথ্যে বিগত সরকার মিথ্যে তথ্যের পরিসংখ্যানকেও দায়ী করেন অনেকে।
আগামীর দিক নির্দেশনায় তথ্যে সংস্কার গুরুত্বপূর্ন বলে মত দেন অনুষ্ঠানের মূল আলোচক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।