বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সংসদে বিএনপি’র ক্ষোভ
- আপডেট সময় : ০৮:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। যারা এই হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, তাদের পরিবার যাতে আইনের আশ্রয় নিতে পারে তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এসময় বিএনপির শাসনকালে ঘটিত অপারেশন ক্লিনহার্টও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল দাবী করে জাতীয় পার্টির এমপি পীর ফজলুর রহমান বলেন, বিএনপি এর দায় এড়াতে পারে না।
সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন।
এসময় পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুন অর রশীদ। এরপর তার সঙ্গে সুর মিলিয়ে একই ভাবে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির আরেক সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিএনপি সরকারের সময় চলা অপারেশন ক্লিনহার্টের কথা স্মরণ করিয়ে দিয়ে বিরোধী দলীয় এই সাংসদ বলেন, বেআইনি হত্যার প্রসারে দায় রয়েছে সবার।
এর আগে বিচার বহির্ভূত হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা।