বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচন
- আপডেট সময় : ১০:৩৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / ১৬১১ বার পড়া হয়েছে
বিভিন্ন স্থানে সংঘর্ষের মধ্যেই শেষ হলো প্রথম ধাপে ১৩৯ উপজেলা পরিষদ নির্বাচন। এসব ঘটনায় আহত হয়েছেন অনেকেই। প্রথম ধাপে ২২টিতে ইভিএমে ভোটগ্রহণ হয়; বাকিগুলো ব্যালট পেপারে। সার্বিকভাবে ৩০ শতাংশের কাছাকাছি ভোট পড়ার খবর মিলেছে।
গজারিয়ায় দুপুর ২ টার দিকে আনারস প্রতীক প্রার্থী আমিরুল ইসলাম এবং কাপ পিরিচ প্রার্থী মনসুর আহমেদ খান জিন্নাহ’র সর্মথকদের মধ্যে সংঘর্ষ হয়। আনারস প্রার্থীর সমর্থকরা ব্যালট পেপার ছিড়ে ফেললে এবং সিল নিয়ে গেলে সর্মথকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় গুলি বিনিময় করে দুই দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। ৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এর আগে ভোট শুরুর সোয়া ঘন্টা পর গজারিয়ায় উপজেলার হোসেন্দি ইউনিয়নের ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে পুলিশ সদস্যকে মারধর করে আনারস প্রতীকের সমর্থক ও ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু। সংবাদকর্মী গোলজার হোসেন ছবি তুলতে গেলে চেয়ারম্যান ও তার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে সাংবাদিককে মারধর করা হয়। কেন্দ্রের ভেতরে থাকা ৭ জন সাংবাদিককে অবরুদ্ধ করে রাখা হয়।
এদিকে, নরসিংদীর সদরের কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল করতে গিয়ে দুগ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়।
ভোট গ্রহণ শুরুর ৩ ঘণ্টা পর সুনামগঞ্জের দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রায় সাড়ে তিনহাজার ভোটারের মধ্যে ভোট পড়ে মাত্র ৫০টি। এদিকে, সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাচন ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে এক প্রিজাইডিং কর্মকর্তাসহ ৪ জনকে আটক করা হয়।শাল্লায় চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ঘোড়া ও আনারস মার্কার দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০ জন।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের আগের রাতে এক চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রার্থী শহিদুর রহমান চৌধুরী থানায় অভিযোগ জানিয়েছেন।
ভোলার লালমোহনে একজন প্রার্থীর পক্ষে বক্তব্য দিতে গিয়ে অন্য প্রার্থীদের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুণের বিরুদ্ধে।তার সাড়ে ৮ মিনিটের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় এক আনসার সদস্যকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
সিরাজগঞ্জের বেলকুচিতে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট কেনার সময় নগদ ৯৪ হাজার টাকাসহ ভাঙাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। বগুড়া গাবতলীতে জাল ভোট দেয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার ও চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। রামেশ্বাপুর ইউনিয়নের কুসুমকলি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।