বিজয় দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর ফুলেল শ্রদ্ধা
- আপডেট সময় : ০৮:০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
- / ১৮৩৪ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবসে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতি হিসেবে আওয়ামী লীগ নেতাদের নিয়েও তিনি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত ও সাম্প্রদায়িক শক্তি আজও ষড়যন্ত্রের রাজনীতি করেছে। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশের উন্নয়ন বাধাগ্রস্তের অপচেষ্টায় সক্রিয়।
মহান বিজয় দিবসে সকাল ৭টা ৩৫ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারও শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি বিদেশিদের কাছে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
মহান বিজয়ের চেতনাকে নষ্ট করতে একটি মহল এখনো চক্রান্ত করেই যাচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ অশুভ শক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সব ষড়যন্ত্রকে পরাজিত করার অঙ্গিকার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।