বিজয়া দশমীতে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- আপডেট সময় : ০৫:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজার শেষ দিন- শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচে’ বড় এই ধর্মীয় উৎসব। সকালে পুষ্পাঞ্জলি ও দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে মঙ্গল কামনা করেন ভক্তরা। এসময় সিঁদুর খেলায় মেতে ওঠে রমণীরা।
চট্টগ্রামে শাস্ত্র অনুযায়ী বিজয়া দশমীর বিহিত পূজা হয়েছে। এরপর পুষ্পাঞ্জলি ও দেবি দুর্গাকে সিঁদুর দিয়ে মঙ্গল কামনা করেন ভক্তরা।
সিলেটে ঘট স্থানান্তরের পর প্রতিমা উন্মুক্ত করা হয় পূণ্যার্থীদের জন্য। সিঁদুর খেলা আর মিষ্টি দিয়ে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে।
ঝিনাইদহে দেবীর বিদায় উপলক্ষে সিঁদুর খেলায় মেতেছিল রমণীরা। শহরের বারোয়ারি পুজা মন্দির, কালীতলা মন্দিরসহ জেলার বিভিন্ন মন্ডপে পুষ্পাঞ্জলির পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন।
নড়াইলে দশমীতে বিহিত পূঁজা অনুষ্ঠিত হয়েছে। ঘট বিসর্জনের মধ্য দিয়ে নিরাকার হন দেবী দুর্গা। সন্তানদের সাথে নিয়ে বাবার বাড়ি ছেড়ে কৈলাশে স্বামীগৃহে ফিরে যান তিনি।
খুলনার আর্য ধর্মসভা মন্দিরে বিজয়া দশমীর পূঁজা অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে এবার সিঁদুর খেলেনি স্থানীয় নারীরা। শাখের ধ্বনি ও পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তারা।
গোপালগঞ্জে এক হাজার ১৯৮টি মন্দিরে পুরোহিতের মন্ত্রোচ্চারণে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দেবি দুর্গার দশমী পূজা অনুষ্ঠিত হয়েছে।
পূজা-অর্চনা, অঞ্জলি ,দর্পন বিসর্জন আর সিঁদুর খেলার মধ্য দিয়ে নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের শারদীয় দুর্গা পূঁজার সমাপ্তি হয়েছে।
সিরাজগঞ্জে ৪৭৫টি মন্দিরে পুরোহিতের মন্ত্রোচ্চারণে বিহিত ও দশমী পূঁজা অনুষ্ঠিত হয়েছে। দেবি দুর্গাকে কপালে সিঁদুর পরিয়ে এবং মিষ্টি ও পান খাইয়ে পাঠানো হয় স্বামীর বাড়ি কৈলাশে।
শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে নেত্রকোনার মন্দিরে মন্দিরে ছিল বিদায়ের সুর। দেবি দুর্গাকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে মন্দিরে ভিড় করেন নানা বয়সী মানুষ।