বিজয়ের সপ্তাহ খানেক আগের এই দিনটি ছিল বাঙ্গালীর জন্য উদ্বেগ-উৎকন্ঠার
- আপডেট সময় : ০২:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
৭ ডিসেম্বর, ১৯৭১। বাংলার বাতাসে উদ্বেগ ও উৎকণ্ঠার ছাপ। কবে শত্রুমুক্ত হবে দেশ। মিত্রবাহিনী প্রবল চাপের মুখে রেখেছে পাক বাহিনীকে। এরই মাঝে ভারতীয় বেতার কেন্দ্রের আকাশবাণী থেকে জেনারেল মানেকশ’ পাকবাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানায়। সেই ইতিহাসের ইতিকথা
ইতিহাসের পাতায় ৭ই ডিসেম্বর। বিজয়ের সপ্তাহ খানেক আগের এই দিনটি ছিল বাঙ্গালীর জন্য উদ্বেগ-উৎকন্ঠার। পূর্বো আকাশে কবে উঁকি দিবে সেই প্রত্যাশার সূর্যোদয়।
এমন সময়ে খবর আসে দিনাজপুর, রংপুর, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লাকসাম, চাঁদপুর ও যশোরে প্রবল চাপের মুখে পড়ে পাক হানদাররা। সেই সাথে রাজাকারদের অস্ত্রসহ সটকে পড়ার সংখ্যা বাড়তে থাকে প্রতিনিয়ত।
এদিকে, ভারতীয় বেতার কেন্দ্র…. আকাশবানী অনুষ্ঠানে পাকিবাহিনীদের আত্মসমর্পণের আহ্বান জানান জেনারেল মানেকশ।
স্বাধীনতা যুদ্ধে ভারতের এমন অবদান অবিস্মরণীয় বলে জানান রণাঙ্গনের এই সৈনিক।
ছাত্রাবস্থায় দেশমাতৃকাকে হানাদার মুক্তের নেশায় ঝাঁপিয়ে পড়া মুক্তিযুদ্ধে। সেই দু:সহ স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় বলে জানান এই বীর যোদ্ধা।
তবে, বিজয়ের এই দ্বারপ্রান্তে এসে দেশ এখনো কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি, জানালেন দেশের সূর্যসন্তানদের একজন।