বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ
- আপডেট সময় : ১২:১৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ। নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে দেশের সর্বস্তরের মানুষ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তীর কার্যক্রম। পরে বঙ্গবন্ধু, পরিবারের নিহত সদস্য ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত হয়।
মেহেরপুরের শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদবেদীতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ডঃ মনছুর আলম খাঁন ও পুলিশ সুপার রাফিউল আলম।
ময়মনসিংহে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। নগরীর পাটগুদামের কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথমে ফুলেল শ্রদ্ধা জানান সিটি মেয়র ইকরামুল হক টিটু।
৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। সকালে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন চুয়াডাঙ্গা ১ আসনের এমপি সোলায়মান হক।
ঝিনাইদহে সদর থানা চত্বরে ৩১বার তোপধ্বনিতে শুভ সুচনা হয়। সকালে প্রেরণা একাত্তর চত্বরে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বর্নাঢ্যা আয়োজনে ফেনীতে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচির শুরু।