বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার উইমেন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ১৬৪০ বার পড়া হয়েছে
১৪ অক্টোবর বিল্ডিং টেকনলজি এন্ড আইডিয়াজ লিঃ (বিটিআই) এবং দ্যা ডেইলি স্টার কর্তৃক আয়োজিত ‘বিটিআই দ্যা ডেইলি স্টার স্টেলার উইমেন’ অ্যাওয়ার্ড জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
‘স্টেলার উইমেন’ উদ্যোগটির মাধ্যমে ১২টি ক্যাটাগরিতে ১২জন নারীকে দেশের উন্নয়নে তাদের কাজের ভূমিকা এবং অবদানের সম্মাননা দেয়া হচ্ছে। এরই আওতায় এবারের আয়োজনে ‘স্টার্টাপ ও ব্যবসায় উদ্যোগ’ এবং ‘লেখালেখি’ ক্ষেত্রে দুইজন বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর আগের অনুষ্ঠানপর্বে ‘ডেভেলপমেন্ট’, ‘প্রযুক্তি’, ‘স্থাপত্য’, ‘শিক্ষা’, ‘সংস্কৃতি’, ‘কর্পোরেট’, ‘ক্রীড়া’ এবং ‘কৃষি’ খাতে অসামান্য অবদান রাখা নারীদের সম্মাননা দেয়া হয়েছে।
বিটিআই এর প্রধান ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান এবং কমিউনিকেশন ও ব্রান্ড ম্যানেজমেন্টের এক্সেকিউটিভ ডিরেক্টর আয়শা সিদ্দিকাসহ বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন। দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান, ও দ্য ডেইলি স্টার এর মার্কেটিং হেড ইমরান কাদির। গণমাধ্যমের বেশ কিছু প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
‘স্টার্টাপ ও ব্যবসায় উদ্যেগ’ ক্যাটাগরির বিজয়ী হয়েছেন মনোশিতা আয়রুয়ানি। তিনি বাংলাদেশে প্রথম সকল ‘সাইজ এবং শেইপ’ মাথায় রেখে মহিলাদের ইননারওয়্যার ব্রান্ড, ‘শেপ’ চালু করেন। যা বাংলাদেশের প্রথম ট্যাবু ব্রেকিং ইননারওয়্যার ব্র্যান্ড। তাঁর অনুপস্থিতিতে পুরষ্কারটি গ্রহণ করেন তাঁর বাবা এবং ‘শেপ’ এর হেড অফ অপারেশনস তাহসিন হাবীব।
অন্যদিকে ‘লেখালেখি’ ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করা হয়েছে লুৎফুন্নাহার পিকি-কে। তিনি ‘অতঃপর’ সহ আরও চারটি সমসাময়িক বইয়ের লেখিকা। তার লেখায় তুলে ধরা হয়েছে বাঙালি নারীদের সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে সংগ্রাম। একই সাথে তার লেখা কথা বলে নারীর ক্ষমতায়ন নিয়ে।
পুরষ্কার গ্রহণ করবার পর লুৎফুন্নেসা বেগম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘ধন্যবাদ বিটিআই এবং দ্য ডেইলি স্টার-কে এমন একটি প্ল্যাটফর্ম তৈরী করে দেয়ার জন্যে। দিনশেষে নারীদের এগিয়ে চলার সাহস নিজেকেই জোগাতে হবে। এই এগিয়ে চলার ক্ষেত্রে পথে যা বাধাবিপত্তি আসবে, তা ভেঙে দেয়ার মানেই তো আপনি স্টেলার ওম্যান।’
বিটিআই-র ম্যানেজিং ডিরেক্টর জনাব এফ আর খান বিষয়টি নিয়ে উক্ত অনুষ্ঠানে বলেন, ‘বিটিআই বিশ্বাস করে যে নারীরা অদম্য শক্তি নিয়ে দেশের উন্নয়নে সহায়তা করছেন এবং সমাজের জন্য অসাধারণ অবদান রাখছেন, তাদেরকে সম্মাননা দেয়া আবশ্যক। স্টেলার উইমেন এই সকল নারী এবং তাদের গল্পগুলোকে দেশের মানুষের কাছে তুলে ধরতে চায়, যাতে করে আরও নারী অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়নমূলক্ কাজে এগিয়ে আসে।’