বিটুমিনের পরিবর্তে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা নির্মাণের পন্থা আবিষ্কার
- আপডেট সময় : ০৭:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বিটুমিনের পরিবর্তে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা নির্মানের পন্থা আবিস্কার করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের একদল গবেষক।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের গবেষনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। এর কার্যকারিতা পরীক্ষা করতে সিটি কর্পোরেশেনের কাছে দুই কিলোমিটার রাস্তা দাবি করেন। সেখানে এক কিলোমিটার রাস্তায় বিটুমিন ও এক কিলোমিটার রাস্তায় প্রক্রিয়াজাতকরণ পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবহার করার কথা জানান তারা। তুলনামুলক পার্থক্য করে দুটির স্থায়ীত্ব নির্ধারণ করা হবে। গবেষকরা আরো জানান, প্রতিদিন শত শত টন পলিথিন ও প্লাস্টিক বর্জ্য বিভিন্ন নালা নর্দমা হয়ে কর্ণফূলী ও হালদা নদীতে গিয়ে মিশছে। এতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটছে। এই অবস্থায় পলিথিন ও প্লাস্টিক বর্জের পরিকল্পিত ব্যবহার করতে পারলে পরিবেশে ভারসাম্য আনা যাবে। একই সাথে অর্থনৈতিক ভাবেও সাশ্রয় হবে ।