বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল ভারতের উত্তর প্রদেশসহ প্রায় সব রাজ্যই
- আপডেট সময় : ০৮:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল ভারতের উত্তর প্রদেশসহ প্রায় সব রাজ্যই। গেলো ১০ দিনে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে ২০ জন। এর মধ্যে শুক্রবার উত্তর প্রদেশেই নিহত হয়ছে ১১ জন।
বিতর্কিত আইনটি বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে ভারতের মানুষ। শনিবার তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ও বিহারের উত্তরাঞ্চলীয় শহর পাটনাসহ বিভিন্ন শহরে কয়েক হাজার মানুষ নতুন করে বিক্ষোভে যোগ দিয়েছে। আজ বিক্ষোভ মিছিল করেছে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ, প্রেসিডেন্সি, এসআরএফটিআই, আলিয়া ও কোলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পর এবার বিহার রাজ্যে এনআরসি কার্যকর না করার ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। লোকসভা ও রাজ্যসভায় পাশের পর গেলো বৃহস্পতিবার রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয় শুধু অমুসলিমদের নাগরিকত্ব দেয়া সংক্রান্ত বিতর্কিত বিলটি। এরপর থেকেই মোদি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলছে।