বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল ভারতের উত্তর প্রদেশসহ প্রায় সব রাজ্যই
- আপডেট সময় : ০২:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল ভারতের উত্তর প্রদেশসহ প্রায় সব রাজ্যই।
গেলো ১২ দিনে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে ২৩ জন। আটক করা হয়েছে কয়েক হাজার মানুষকে। বিক্ষোভ ঠেকাতে দিল্লি, উত্তরপ্রদেশ, কর্নাটক, ব্যাঙ্গালুরুসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। বন্ধ করা হয়েছে একাধিক রাজ্যের ইন্টারনেট পরিষেবা। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভে অংশ নিচ্ছেন ভারতের সব ধর্মের সাধারণ মানুষ। এদিকে বিতর্কিত আইনের বিরুদ্ধে বিক্ষোভ করায় আটক ভিম আর্মি দলের প্রধান চন্দ্রশেখর আজাদের জামিন আবেদন নামঞ্জুর করে ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে ভারতে একটি আদালত। লোকসভা ও রাজ্য সভায় পাশের পর গেলো ১২ ডিসেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয় শুধু অমুসলিমদের নাগরিকত্ব সংক্রান্ত বিতর্কিত বিলটি। এরপর থেকেই মোদি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলছে।