বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এবার রাস্তায় নামছেন মমতা
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এবার রাস্তায় নামছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী সপ্তাহে পরপর তিনদিন এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে তৃণমূল কংগ্রেস। গণতান্ত্রিক পদ্ধতিতে শান্ত থেকে বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন মমতা। ওই আইনের বিরোধিতায় আগামী সোমবার উত্তর কলকাতায় বি আর আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করার ঘোষণা দিয়েছেন তিনি। মিছিলে নিজে উপস্থিত থাকবেন বলে জানান তিনি। পরদিন মঙ্গলবার কলকাতার যাদবপুর বাসস্ট্যান্ড থেকে একই ধরনের প্রতিবাদ মিছিল হবে যদুবাজার পর্যন্ত। আগামী রোববার রাজ্যের প্রত্যেকটি জেলা সদর এবং সোমবার প্রতিটি ব্লকে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেন তৃণমূল নেত্রী মমতা।