বিতর্কিত বিচারক কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা প্রত্যাহার করে আপিল বিভাগের আদেশ
- আপডেট সময় : ০৭:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর সাবেক বিচারক মোছাম্মৎ কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা প্রত্যাহারের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে বর্তমানে সংযুক্ত আছেন কামরুন্নাহার।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকার ১ নং ক্রমিকের মামলার শুনানি শেষে তার ফৌজদারী বিচারিক ক্ষমতা কেড়ে নেয়ার আদেশ প্রদান করা হয়। পূর্ণাঙ্গ রায় পরে প্রকাশ করা হবে। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিচারক কামরুন্নাহার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে প্রবেশ করেন। পরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে শুনানি হয়। শুনানির সময় ওই বিচারকক্ষ থেকে সুপ্রিম কোর্টের বিভিন্ন অফিসার, আইনজীবী এবং সাংবাদিকদের বেরিয়ে যেতে বলা হয়। পরে বিচারক কামরুন্নাহারকে নিয়ে আপিল বিভাগে ক্যামেরা ট্রায়ালে শুনানি অনুষ্ঠিত হয়।