বিদিশা ও এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলার আবেদন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা ও তার ছেলে এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কাজী মুশফিক মাহবুব রবিনের আদালতে এই মামলার আবেদন করেন সাবেক হুইপ এস এম গোলাম রেজা ও তার স্ত্রী জিন্নাতুল নাহার শিমু। আদালত মামলাটির গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
মামলাতে আসামি করা হয়েছে‑ বিদিশা সিদ্দিক, শাহাতা জারাব এরশাদ, এরিক ওয়েন হুসেইন, আরমান এরশাদ, মোহাম্মদ এরিক এরশাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, সংশ্লিষ্ট এলাকার পুলিশ কমিশনার, উপ-কমিশনার, পুলিশ সুপার ও গুলশান থানার অফিসার ইনচার্জ।