বিদেশ নির্ভর বিএনপির রাজনীতি এখন শেকড় থেকে বিচ্ছিন্ন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বিদেশ নির্ভর বিএনপির রাজনীতি এখন শেকড় থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। দেশের রাজনীতি নাকি এখন সংকটময় অবস্থায় নিমজ্জিত, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতি নয়, বরং এখন গভীর সংকটে রয়েছে বিএনপির রাজনীতি। এ সময় জনগণের প্রতিরোধে আওয়ামী লীগ ভেসে যাবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ কচুরিপানা নয়, যে বিএনপির হাঁক-ডাক করলেই ভেসে যাবে দলটি।