বিদেশ যাত্রীদের কোভিড টেস্ট দ্রুত দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান
- আপডেট সময় : ০৪:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বিদেশ যাত্রীদের কোভিড টেস্ট দ্রুত দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। অনুপ্রবেশকারীরাই দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির উদ্যেগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, হাসপাতালে করোনা রোগীরা যাতে উপেক্ষিত না হয়। সে বিষয়ে বিশেষ নজর দিতে স্বাস্থ্যে অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি আহবান জানান।
এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাঝে সমন্বয়ের তাগিদ দেন তিনি। এছাড়া, দল ও সরকারের সকল স্তরে অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।