বিদেশিদের উপর নির্ভর করে আর ক্ষমতায় টিকে থাকার সুযোগ নেই : ফখরুল
- আপডেট সময় : ০৭:১২:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ১৭৪২ বার পড়া হয়েছে
বিদেশিদের উপর নির্ভর করে আর ক্ষমতায় টিকে থাকার সুযোগ নেই বলে হুঁশিয়ারি করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়া পল্টনে দলের পদযাত্রা পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। অসুস্থ খালেদা জিয়াকে আটক করে রেখে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে বলেও দাবি করেন ফখরুল।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা পূর্ব সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
পদযাত্রায় অংশ নিতে নিধারিত সময়ে আগেই নয়া পল্টনে জড়ো হয় দলের হাজারও নেতাকর্মী। ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন হাতে খন্ড খন্ড মিছিলের সাথে খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন শ্লোগান মুখরিত হয়ে যায় পল্টন, ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত পুরো এলাকা।
পদযাত্রায় আগে সমাবেশে বিএনপি নেতারা আইন উপেক্ষা করে খালেদা জিয়াকে আটকে রাখায় সরকার সমালোচনা করেন। আঘাত এলে কঠোরভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় জানান তারা।
খালেদা জিয়া বন্দী অবস্থায় কোনো অঘটন ঘটলে, দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারী দেন প্রধান অতিথি বিএনপি মহাসচিব।
বিএনপি লক্ষ্য সরকার পতন দাবি করে, কোনো চেষ্টায়ই তাদের শেষ রক্ষা হবে না বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশ শেষে নয়পল্টন থেকে পদযাত্রা শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ-মৌচাক ঘুরে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়।