বিদেশিদের চাপে সরকার ডিজিটাল আইন বাতিল নয়, পরিবর্তন করছে : গণতন্ত্র মঞ্চ
- আপডেট সময় : ০৮:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
বিদেশিদের চাপে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল নয়, পরিবর্তন করছে বলে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। রাজধানীতে এক আলোচনা সভায় তারা বলেন, আওয়ামী সরকার ক্ষমতায় থাকলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় । তাই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রথম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে কর্তৃত্ববাদী দুঃশাসন-গণজাগরণ-গণঅভ্যুত্থানের পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয় জোনায়েদ সাকি অভিযোগ করেন, নির্বাচনের আগে পশ্চিমা দেশগুলোকে দেখাবার জন্যই ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করেছে সরকার।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, সরকার লুটেরাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক।
আওয়ামী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
জনগণের মৌলিক অধিকারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান তিনি।