‘বিদেশিরা কখনোই আমাদের সমস্যার সমাধান দিতে পারেনি’
- আপডেট সময় : ০৪:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিদেশিদের নানা ধরনের তৎপরতা শুরু হয়েছে৷ এ নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন৷
আগামী সংসদ নির্বাচন ঘিরে বিদেশিদের তৎপরতা শুরু হয়েছে। এই তৎপরতাকে আপনি কীভাবে দেখেন?
অধ্যাপক মুনতাসীর মামুন : আমার ব্যক্তিগত মত হল, এটা নিদারুন অপছন্দ৷ এটা যে নতুন কিছু তা না৷ এটা হচ্ছে, মাঝখানে ছিল না, আবার শুরু হয়েছে৷ এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়৷
আমাদের প্রধান দুই রাজনৈতিক দল তো ইতিমধ্যে বিদেশিদের কাছে দৌঁড়ঝাপ শুরু করেছে৷ অনেকগুলো বৈঠকও হয়েছে৷ তাহলে আমরাই কী তাদের হস্তক্ষেপের জন্য ডেকে আনছি না?
এ কথার মধ্যে অনেকটা সত্যতা আছে৷ এক সময় বাংলাদেশের সব রাজনৈতিক দলই কখনও না কখনও বিদেশি দূতাবাসে গেছে। বিদেশিরা তাদের পক্ষে কিছু বললে খুশি হয়েছে৷ এটা আমি ইতিহাসের ছাত্র হিসেবে অস্বীকার করতে পারব না৷ কিন্তু কখনই আমাদের কাছে, ব্যক্তিগতভাবে আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয়নি৷ কারণ আমরা বঙ্গবন্ধুর সময়ের জেনারেশন৷ আমরা ওই সময় তো এতো নিদারুন কষ্ট দেখিনি যে, বিদেশিরা কখনও কোন কথা বলার সাহস পেয়েছে৷
বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ বা অংশগ্রহণ কোন সময় থেকে শুরু হয়েছে?
এটা সঠিকভাবে আমি বলতে পারব না৷ তবে একটা কথা বলতে পারি, বঙ্গবন্ধুর অনেক সমালোচনা আমরা করতে পারি, তার আত্মমর্যাদা জ্ঞান এখন প্রখর ছিল যে, কোন বিদেশি এখানে কিছু বলবে সেই সাহস কারও ছিল না৷ এখানে ব্যক্তিত্বের ব্যাপারও আসে। আমার মনে হয়, খুব সম্ভবত জিয়াউর রহমানের আমলের শেষের দিকে বা এরশাদ সরকারের সময়। আমরা তখন স্বৈরশাসন থেকে মুক্তি পেতে বিদেশিদের কাছে ধরণা দেওয়া শুরু করেছিলাম৷ সেই ধারা এখনও চলছে৷ এটার অবসান হওয়া বাঞ্ছনীয়৷
বাংলাদেশের জন্মের পর সামরিক শাসন, স্বৈরশাসনসহ নানা ধরনের সংকট হয়েছে। কিন্তু বিদেশিদের হস্তক্ষেপে কী আমরা কখনও সমাধান পেয়েছি?
কখনই পাইনি৷ কোন সময় ঠিক খেয়াল নেই, বিএনপির সময় বা তত্ত্বাবধায়ক সরকারের সময় জাতিসংঘ থেকেও দূত প্রেরণ করা হয়েছিল, তখনও কোন কাজ হয়নি৷ আমার মনে হয়, মূল সমস্যাটা অন্যখানে৷ সারাবিশ্বের মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে স্বাধীনতার পক্ষের এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি আছে৷ পৃথিবীর কোন দেশে তা নেই৷ ভারতেও নেই৷ সব যদি স্বাধীনতার পক্ষের শক্তি হয় তাহলে একটা মীমাংসায় পৌঁছানো যায়৷ কিন্তু বিপরীত দিকে যদি একটা অবস্থান থাকে তাহলে তো মিলতে পারে না৷ সংকটটা এখানেই তৈরি হয়েছে৷