বিদেশী কর্মী সীমিত করার সিদ্ধান্ত মালয়েশিয়ার
- আপডেট সময় : ০৬:৪৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
- / ১৫৮১ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় বর্তমানে ২৪ লাখ ৭০ হাজার ৭৮১ জন অদক্ষ বিদেশি কর্মী কাজ করছেন। সংসদে একটি লিখিত উত্তরে এ তথ্য জানান দেশটির মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং।
মন্ত্রী বলেন, ১২ তম মালয়েশিয়া পরিকল্পনা (২০২১-২০২৫)অনুসারে সরকার নির্ধারণ করছে যে, দেশের মোট জনশক্তির ১৫ শতাংশের বেশি বিদেশি কর্মী হবে না। আমাদের সরকার এই নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
এই নীতির আওতায়, ২০২৩ সালের ১৮ মার্চ থেকে নতুন বিদেশী কর্মী নিয়োগের অনুমোদন স্থগিত করা হয়েছে। এছাড়াও ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সব খাতে মাল্টিটায়ার লেভীর ব্যবস্থা কার্যকর করা হবে, তবে কি শিক্ষা এতে অন্তর্ভুক্ত নয়।
রাষ্ট্রীয় টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং (টিভেট) প্রোগ্রামের মাধ্যমে দক্ষ মালয়েশিয়ান কর্মশক্তি তৈরিতে মনোযোগ দিচ্ছে।
উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শ্রমনির্ভর শিল্পগুলোকে উচ্চ মূল্য সেক্টরে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে সরকারের।
এ সময় মন্ত্রী আরো বলেন, কম বেতনের পদ গুলোতে স্থানীয়দের আকৃষ্ট করতে ন্যূনতম মজুরি হার বিবেচনা করবে সরকার।
বিদেশি কর্মী সংখ্যা সীমিত রাখার মাধ্যমে মালয়েশিয়ায় কর্মসংস্থানের স্থানীয়দের অংশগ্রহণ বাড়াতে এবং শিল্প খাতে উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরো গতিশীল করতে চাই সরকার।
সরকারের এই পদক্ষেপ কর্মী নির্ভর শিল্প গুলোর দায়িত্ব বজায় রাখতে এবং দক্ষ ভিত্তিক কর্মশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।