বিদেশীদের কাছে ধর্ণা দেয়া শেকড়বিহীন বিএনপির বহিঃপ্রকাশ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
দেশের মাটিতে শেকড়ের জোর নেই বলেই বিদেশীদের কাছে ধর্ণা দেয় বিএনপি–এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচনে অংশ নেয়া নিয়ে কোন রাজনৈতিক দলের উপর চাপ নেই। এটি রাজনৈতিক দলগুলোর নিজস্ব ব্যাপার। আওয়ামী লীগের একজন কাউন্সিলরও যদি না চায়, তবে তিনি নেতৃত্বে থাকবেন না বলে ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বর্তমানে দেশের জন্য বোঝা। তাদের প্রত্যাবর্তনে মিয়ানমারের সদিচ্ছার অভাব রয়েছে। বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘে সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগদানসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ১৮ দিনের রাষ্টীয় সফর সম্পর্কে জাতিকে অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রধানমন্ত্রী।
শুরুতে লিখিত বক্তব্যে সফরের বিস্তারিত তুলে ধরেন তিনি, বলেন, এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহন সফল হয়েছে।
বৈশ্বিক সংকট মোকাবিলা করে দেশের অর্থনীতি এখনো সচল রয়েছে জানিয়ে, প্রধানমন্ত্রী বলেন রোহিঙ্গা প্রত্যাবর্তন ও মিয়ানমারে বিষয়টি বিশ্ব নেতাদের কাছে তুলে ধরা হয়েছে।
রেবের নিষেধাজ্ঞা প্রসঙ্গে আমেরিকার কড়া সমালোচনা করে শেখ হাসিনা জানান, তাদের পরামর্শেই রেব গঠন করা হয়েছিলো।
নির্বাচনে অংশ নেয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর উপর কোন ধরনের চাপ নেই জানিয়ে, নির্বাচনের আগে রাজনৈতিক সংলাপ প্রসঙ্গেও কথা বলেন সরকার প্রধান।
বিদেশীদের কাছে বিএনপির ধরণা দেয়ার সমালোচনার পাশাপাশি বিরোধী দল শক্তিশালী হলে অনেক কিছুই হতে পারতো বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের আগামী কাউন্সিলের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।