খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে দেশজুড়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০১:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল।
জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের শুরু হয় কোরআন তিলাওয়াতের মাধ্যমে।সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরবের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত আছেন দলের বিভিন্ন স্তরের
নেতাকর্মী। এদিকে, যুবদলের সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাবের সামনে যান চলাচল বিলম্বিত হচ্ছে। এ ছাড়া সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে।কাল শুক্রবার জুমার পর দোয়ার আয়োজন রাখা হয়েছে। মঙ্গলবার বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।এছাড়াও স্বেচ্ছাসেবক, ছাত্রদলসহ সহযোগী সংগঠন আলাদাভাবে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালন করবে।
একই দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। ঝালকাঠিতে যুবদল পুলিশী বাধায় সমাবেশ করতে পারেনি।
সকাল ১০টায় জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমানের নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা শহরের পূর্বচাঁদকাঠি দলীয় কার্যালয়ের সামনে আসলে পুলিশ তাদের ফিরিয়ে দেয়। নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে ঢুকতে দেয়া হয়নি। পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি করেন।
এদিকে, কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলা যুবদলের বিক্ষোভ ও সমাবেশ চলছে। নেতাকর্মীরা বলেন, খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য অতি দ্রুত বিদেশে পাঠাতে হবে। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।