বিদেশে পাঠানোর নামে ৩ কোটি টাকা আত্মসাতকারী মানবপাচার চক্রের মূলহোতা গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৩২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
বিদেশে পাঠানোর নামে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়া মানবপাচার চক্রের মূলহোতা প্রতারক মাহবুব উল হাসান ও তার প্রধান সহযোগী মাহমুদ করিমকে রাজধানীর শান্তিনগর থেকে গ্রেফতার করেছে রেব। এদিকে, পল্লবীতে কিশোর গ্যাংয়ের ৫ আসামীকেও গ্রেফতার করা হয়েছে। সকালে রেব মিডিয়া সেন্টারে আলাদা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভিন্ন ইউনিটের অধিনায়করা।
দেশের বেকারত্ব মোকাবিলায় প্রতিনিয়ত মানুষ বিদেশী শ্রম বাজারের দিকে ঝুঁকছে।
বিদেশ যেতে চান এমন ব্যক্তিদের সরলতার সুযোগে রাজধানীর শান্তিনগরে ভূয়া ও অবৈধ অফিস নিয়ে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখায় মানবপাচার চক্রের মূলহোতা ও প্রতারক মাহবুব উল হাসান।
রোমানিয়া পাঠানোর নামে শত শত বিদেশীগামীদের কাছ থেকে কোটি কোটি টাকা পকেটে পুড়েছে এই মাহবুব, অভিযোগ ভূক্তভোগীদের।
সংবাদ সম্মেলনে, চক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেফতারের কথা জানান রেব -৩ এর অধিনায়ক।
এরআগে একই স্থানে সংবাদ সম্মেলনে রেব-৪ এর অধিনায়ক সংবাদ সম্মেলনে, মিরপুর পল্লবীতে এসএসসি পরীক্ষার্থী রাকিবের ওপর কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের রহস্যের তথ্য সাংবাদিকদের জানান।
কিশোর গ্যাং নির্মূলে শুধু রাজধানী নয় সারাদেশে অভিযান চলছে বলেও জানান তিনি।