বিদেশে ভালো বেতনে চাকুরির আশ্বাস দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা
- আপডেট সময় : ১২:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বিদেশে ভালো বেতনে চাকুরির আশ্বাস দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে গাইবান্ধার সাঘাটা প্রবাস ফেরত যুবক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। তার খপ্পরে পড়ে নি:স্ব হয়েছেন অনেক পরিবার। ভিটামাটি বিক্রি করে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে।
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন টুকু মন্ডল। নিজের ছেলে ফিরোজকে লিবিয়া পাঠান সাদ্দাম হোসেনের মাধ্যমে। লিবিয়া পৌঁছে নানা জটিলতায় দেখিয়ে আরো এক লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। ঘটনার কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো ছেলেকে দেশে ফিরিয়ে আনতে পারেনি। বিভিন্ন দপ্তরে দিনের পর দিন ঘুরিয়েও মিলছেনা কোন সমাধান।
শুধু টুকু মন্ডলইনন তার মতো আরো সাতটি পরিবার প্রতারণার স্বীকার হয়েছে। ভিটেমাটি বিক্রি করে লাখ লাখ টাকা তুলে দেয় প্রতারক সাদ্দামের হাতে। প্রতারনার কৌশল হিসেবে নিজের স্ত্রীর ব্যাংক একাউন্টে নেয়া হয় অর্থ।
বিভিন্ন সময়ে অমানবিক নির্যাতনের স্বীকার হয়ে লিবিয়া থেকে দুতাবাসের সহযোগীতায় দেশে ফিরে এসেছে অনেকে। কিন্তু দেনার দায়ে জর্জরিত হয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। প্রতারণের নামের বিভিন্ন দপ্তরের অভিযোগ দিয়েও পায়নি সুবিচার।
অভিযুক্ত সাদ্দাম হোসেনের বাড়ী গিয়ে ও মুঠো ফোনে যোগাযোগ করলে ও তাকে পাওয়া যায়নি।
এসব অভিযোগ তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা পুলিশ সুপার।
প্রতারণার মাধ্যমে ভুক্তভুগীদের থেকে নেয়া অর্থ ফেরতসহ সাদ্দামকে আইনের আওতায় এনে শাস্তির দাবী ভুক্তভোগী পরিবার গুলোর।