বিদেশের প্রযুক্তি এনে বাংলাদেশে করোনার ভ্যাকসিন উৎপাদন করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
বিশ্বের যেসব দেশ করোনার ভ্যাকসিন তৈরী করেছে, তাদের কাছ থেকে প্রযুক্তি বাংলাদেশে এনে করোনার ভ্যাকসিন উৎপাদন করা হবে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।
দুপুরে ঝিনাইদহের এফএনএফ নামের একটি ফার্মাসিউটিক্যালস কারখানা পরিদর্শনশেষে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, দেশে বেশ কয়েকটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানীর করোনা ভ্যাকসিন তৈরীর সক্ষমতা আছে। টেকনোলজি ট্রান্সফার করা হলেই দেশে উৎপাদনের কাজ শুরু হবে। এসময় উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসনের উপ-পরিচালক সালাহউদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এণ্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. বাহানুর রহমানসহ অন্যরা।