বিদ্যুতের নামে সরকার হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে : জিএম কাদের
- আপডেট সময় : ০৮:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ১৬৫২ বার পড়া হয়েছে
সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। তার খেসারত আজ সাধারণ জনগণকে দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। নবাবগঞ্জে ঢাকা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বলেন, দেশে গণতন্ত্র নেই। বর্তমান সরকার আবারও ক্ষমতায় আসলে দেশে বাকশাল প্রতিষ্ঠা হবে। আর অনিয়ম-দুর্নীতি আড়াল করতেই সরকারের লোকজন নানা কথা বলছে বলে জানান জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু।
ঢাকা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে আংশ নিতে এভাবেই মিছিল নিয়ে নবাবগঞ্জের বর্ধনপাড়ায় দলীয় কার্যালয়ের মাঠে আসে হাজারো নেতা-কর্মী।
নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ন হয় সমাবেশ স্থল। সম্মেললে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, সরকারের দুর্নীতির কারণে দেশের মানুষ আজ ভোগান্তিতে। প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, বিদ্যুৎ উৎপাদনের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বর্তমান সরকারের লোকজন।
দেশের প্রশাসন, বিচারব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নেতা কর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান জি এম কাদের।