বিদ্যুৎ খাতকে পুঁজি করে সরকার নিজেদের পকেট ভর্তি করছে : গণতন্ত্র মঞ্চের নেতারা
- আপডেট সময় : ০৮:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
- / ১৬১৬ বার পড়া হয়েছে
বিদ্যুৎ খাতকে পুঁজি করে সরকার নিজেদের পকেট ভর্তি করছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চ ও বাম গণতান্ত্রিক জোট নেতারা। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় চলমান আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান তারা।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের এসব কথা বলেন জোট নেতারা।
বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও সরকার পতনে দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি এবং সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসাবে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ ও বাম গণতান্ত্রিক জোট।খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন।
সমাবেশে বক্তারা, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ছাড়া রাজপথ ছাড়া হবে না বলে হুশিয়ারী দেন।
সরকারের উন্নয়নের জোরে জনগণ কোনো সুবিধা পাচ্ছে না বলেই সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে আরও বেগবান করার আহবান জানান নেতারা।
ভোটাধিকার প্রতিষ্ঠা, সরকারের পদত্যাগ, দ্রব্যমুল্যের উর্ধগতির প্রতিবাদে ও ১৪ দফা দাবি বাস্তবায়নে সারাদেশে আগামী ২৫ জানুয়ারি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয় গণতন্ত্র মঞ্চ ও বাম গণতান্ত্রিক জোট।