বিদ্যুৎ ব্যবস্থাকে বিএনপি ধ্বংস করে দিয়েছিলো : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
দেশের উৎপাদন ব্যবস্থার মূল চালিকা শক্তি- বিদ্যুৎ ব্যবস্থাকে বিএনপি ধ্বংস করে দিয়েছিলো বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে সচিবালয়ে ব্রিফিংকালে একথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, দৈনিক ১০ থেকে ১২ ঘন্টা লোডশেডিং ছিলো বিএনপি’র তথাকথিত উন্নয়নকালে। বিএনপি’র শাসনামলে অর্থনৈতিক উন্নয়নে ছিলো চরম স্থবিরতা। বাজেট ছিলো পরনির্ভর। ছিলো না বাস্তবায়নে কোন সক্ষমতা। বিএনপি’র উন্নয়ন নীতি ও কৌশল ভ্রান্ত এবং গনবিরোধী ছিল বলে জানান ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, আর্থ-সামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেই বিএনপি’র গাত্রদাহ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ আজ বিশ্ব অর্থনীতির বিস্ময়।