বিধানসভা থেকে বরখাস্ত বিজেপি নেতা ও প্রধান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে বরখাস্ত করা হয়েছে বিজেপি নেতা ও প্রধান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীকে। সোমবার ক্ষমতাসীন তৃণমুলের এমপিদের সাথে সংসদের ভেতরেই হাতাহাতিতে জড়ান বিজেপির এমপিরা।
বিধান সভার ভেতর এমন পরিস্থিতি সৃষ্টির কারণে শুভেন্দু অধিকারী ছাড়াও বহিস্কার করা হয়েছে বিজেপির চিফ হুইপ মনোত টিগ্গাকে। বহিস্কারের তালিকায় রয়েছেন দীপক বর্মণ, নরহরি মাহাতো ও শংকর ঘোষ। ঘুষি মেরে তৃণমূলের অসিত মজুমদারের নাক ফাটিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ ওঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বিধানসভারি স্পিকার বিমান ব্যানার্জি জানান, এমন ঘটনা অগ্রহণযোগ্য ও নজিরবিহীন।বিধানসভার পরবর্তী অধিবেশন বসার আগ পর্যন্ত তাদের এ বহিষ্কারাদেশ বহাল থাকবে। এদিকে বীরভূমের রামপুরহাটের বগটুইয়ের নৃশংসতা নিয়ে সোমবার বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা।