বিধিনিষেধের নামে শ্রমিকদের প্রতি উদাসীনতা দেখানো হয়েছে : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
অপরিকল্পিত বিধিনিষেধের নামে শ্রমিকদের প্রতি উদাসীনতা দেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভুমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের সাথে যে অশোভন ও নির্মম আচরণ করা হয়েছে, তা সভ্য সমাজে মেনে নেয়া যায় না। সোমবার সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় এসব কথা বলেন জি এম কাদের।