বিধিনিষেধের ১১তম দিনেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরীতে পারাপার হচ্ছে অসংখ্য যাত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
কঠোর বিধিনিষেধের ১১তম দিনেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরীতে পারাপার হচ্ছে অসংখ্য যাত্রী ও ব্যক্তিগত যানবাহন।
ফলে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ’ পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান। সকাল থেকে যাত্রীরা বিভিন্ন উপায়ে ভেঙ্গে ভেঙ্গে ঘাটে আসছেন এবং ফেরীতে উঠতে হুমড়ি খেয়ে পড়ছেন। তবে ফেরী কর্তৃপক্ষ বলছে, পুলিশের বিভিন্ন চেকপোস্ট পার হয়েই একান্ত জরুরী প্রয়োজনে যারা ঘাটে আসছেন, তারাই শুধু ফেরিতে উঠতে পারছেন। বিআইডাব্লিউটিসি থেকে ব্যক্তিগত যানবাহন ও যাত্রী পারাপার বন্ধের নির্দেশনার পরও ঘাটে ব্যক্তিগত গাড়ী এবং যাত্রীদের উপস্থিতি কমেনি। ঘাট কর্তৃপক্ষ জানান, আসন্ন ঈদ ও বিধিনিষেধের সময় বৃদ্ধিতে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে যাত্রীরা যে কোনভাবে ঘাটে আসছেন। এখন ফেরীতে নদী পার হতে কোন নির্দেশনাই যাত্রীরা মানছে না।