বিধিনিষেধের ৯ম দিনেও শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ফেরীগুলোতে উভয়মুখী যাত্রীদের ভীড়
- আপডেট সময় : ০১:৫৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে বিধিনিষেধের ৯ম দিনেও শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ফেরীগুলোতে উভয়মুখী যাত্রীদের ভীড় রয়েছে। এমন পরিস্থিতিতে বিআইডব্লিউটিসি জানিয়েছে, আজ থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ী ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। পারাপার করা হবে শুধু পন্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স।
সকালে শিমুলিয়া ঘাটে যাত্রীদের চাপ বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সে চাপ কমে আসে। ফেরী পারাপারের অপেক্ষায় রয়েছে অসংখ্য ট্রাক,কাভ্যার্ডভ্যানসহ জরুরী যানবাহন। বিআইডাব্লিউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, সকাল হতে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় ছোটবড় মিলিয়ে ৪ শতাধিক যানবাহন রয়েছে। এই নৌপথে বর্তমানে ১০টি ফেরি সচল রয়েছে।
এদিকে, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১টি জেলার প্রবেশ পথ পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে। জরুরী সেবা ও পণ্যবাহী, পশুবাহী ট্রাক পারা পার করা হচ্ছে। সকাল থেকে ছোট বড় মিলে ৮টি ফেরি দিয়ে যানবাহন পারা পার করা হচ্ছে। পাটুরিয়া প্রান্তে শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় রয়েছে।