বিপিএলকে সামনে রেখে অব্যাহত দলগুলোর অনুশীলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলকে সামনে রেখে অব্যাহত দলগুলোর অনুশীলন। বরিশাল বাদে আজ নিজেদের ঝালিয়ে নিয়েছেন বাকী পাঁচ দল।
অনুশীলনে লম্বা সময় ঘাম ঝরিয়েছেন তামিম, মাহমুদউল্লাহ, ইমরুল, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও বেনি হাওয়েলদের মতো ক্রিকেটাররা। টুর্নামেন্ট শুরুর আগে, আরও দু’দিন অনুশীলন করবে দলগুলো। এদিকে, বিপিএল শুরুর আগে ব্যক্তিগতভাবে বড় প্রত্যাশার কথা জানিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কেনার লুইস। ৩০ বছর বয়সী এ হার্ড হিটার প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চান। গতকাল ঢাকা এসে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রথম অনুশীলনে যোগ দেন এই ক্যারিবিয়ান।