বিপিএলে এবার শিরোপা খরা কাটাতে চায় ফরচুন বরিশাল
- আপডেট সময় : ০৬:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
- / ১৮৪৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলে এবার শিরোপা খরা কাটাতে চায় ফরচুন বরিশাল। প্রথমবারের মতো ট্রফি নিয়ে নিজ বিভাগে যেতে চান ফ্রাঞ্চাইজিটির চেয়ারম্যান মিজানুর রহমান। এবারের আসরে দল গঠনে প্রত্যাশা পূরণ হয়েছে বলেও এসএটিভিকে জানান তিনি। এবারও সাকিব আল হাসানই থাকছেন দলটির অধিনায়কত্বের দায়িত্বে।
“অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ।” ছোটগল্প নিয়ে লেখা রবি ঠাকুরের সেই চরণের মতোই অবস্থা ফরচুন বরিশালের। বিপিএলের প্রথম আসরে ফাইনাল খেলে সবার নজর কাড়ে ফ্রাঞ্চাইজিটি। কিন্তু শিরোপা জেতা হয়নি। পরে আরও দুবার খেলেছে ফাইনাল অথচ শিরোপা অধরা।
২০২১-এর বিপিএল শেষ করেছে রানার্সআপ হয়ে। আরও একটা নতুন মৌসুম শুরুর অপেক্ষায় ফরচুন বরিশাল। এবার একই নামে খেলছে ফ্রাঞ্চাইজিটি। ড্রাফট শেষে কতটা খুশি বরিশালের দলটা।
লিটন দাসকে না পাওয়ার আক্ষেপ আছে তবে, ড্রাফট থেকে পাওয়া মাহমুদউল্লাহকে নিয়েই স্বপ্ন দেখছে ফরচুন বরিশাল। সঙ্গে বিদেশি তারকাদের শুরুতে পাওয়ায় বাড়তি আত্মবিশ্বাসী গেল বারের রানার্স-আপরা।
আগের তিন বারের চেষ্টায় না পারলেও বিপিএলে এবার শিরোপার আক্ষেপ মেটাতে চায় ফরচুন বরিশাল।
দলে মাহমুদউল্লাহ থাকলেও যথারীতি সাকিব আল হাসানই থাকছেন অধিনায়কের দায়িত্বে।