বিপিএলের ১৬তম রাউন্ডে জিতেছে শেখ রাসেল ও বসুন্ধরা কিংস
- আপডেট সময় : ০৬:৩৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
বিপিএলের ১৬তম রাউন্ডে জিতেছে শেখ রাসেল ও বসুন্ধরা কিংস। বিগ ম্যাচে শেখ জামালকে ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেল আর রহমতগঞ্জের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বসুন্ধরা কিংস।
মুন্সিগঞ্জে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে অস্কার ব্রুজনের দল। ৩৪ মিনিটে জিয়াউর রহমান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। যে সুযোগে দু’মিনিট বাদে লিড নেয় বসুন্ধরা। ফিগুয়েরার গোলে এগিয়ে যায় ব্রুজনের দল। উৎসবের রেশ না কাটতেই ব্যবধান বাড়ান রবসন রবিনহো। এতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় কিংসরা। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষ রক্ষণের পরীক্ষা নেয় বসুন্ধরা, তবে আর জালের ঠিকানা খুঁজে পায়নি। এ জয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুদ করলো তারা। এদিকে, শেখ রাসেলের কাছে হেরে টেবিলের দ্বিতীয়স্থানে উঠা হলো না শেখ জামালের, ৩০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয়স্থানে। জিতলেও ১৮ পয়েন্ট নিয়ে এখনো তালিকার আটে শেখ রাসেল।