বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক রোহিঙ্গা আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
আটক জোবায়ের– ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। গেলরাতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়। এপিবিএনের অধিনায়ক- সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে সশস্ত্র ডাকাত দলের অবস্থানের সংবাদ পেয়ে অভিযান চালায় এপিবিএন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও আটক হয় জোবায়েরকে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি চাপাতি, চারটি রামদা, একটি হাতুড়ি, দুটি ছুরি এবং একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।