বিভাজন নয় সামগ্রিক উন্নয়নের জন্য বিশ্বনেতাদের এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:১৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বিভাজন নয়, সামগ্রিক উন্নয়নের জন্য বিশ্বনেতাদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বিজ্ঞান, প্রযুক্তি এবং যে কোন উদ্ভাবনকে সার্বজনীন করে দেয়ারও আহ্বান জানান তিনি। কাতার ইকোনোমিক ফোরামের আলোচনায় সন্ধ্যায় তিনি আরো বলেন, করোনার সব ভ্যাকসিন বিশ্বব্যাপী সার্বজনীন পণ্য হিসাবে ঘোষণা করা উচিত। করোনা মহামারীর প্রভাব কাটিয়ে উঠতে বৈশ্বিক সহযোগিতাকে আরো দৃঢ় করার আহ্বান জানিয়ে মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের পরিকল্পনায় ছয়টি পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈশ্বিক অতিমারী করোনার অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় বিশ্বনেতাদের সামষ্টিক নেতৃত্ব ও প্রচেষ্টাকে একই প্লাটফর্মে আনতে চলতি বছর কাতার ইকোনোমিক ফোরাম গঠন করেন দেশটির আমীর শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি। ২১ জুন শুরু হওয়া এই ফোরামের বৈঠকের এবারের প্রতিপাদ্য ‘Reimagining the world’.
ফোরামে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, করোনা ভ্যাকসিনগুলোকে বিশ্ববাসীর জন্য সুলভ করতে উন্মুক্ত করা প্রয়োজন।
করোনার মতো দুর্যোগ ও এর পরবর্তী অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় বিশ্বকে একযোগে কাজ করার কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
অর্থনীতিতে গতিশীলতা ধরে রাখতে ৬টি পরামর্শ দেন বাংলাদেশের সরকার প্রধান।
বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশের কথা উল্লেখ করে, এখানে বিনিয়োগ করতে কাতার এবং মধ্য-প্রাচ্যের অন্যান্য দেশের সরকারী ও বেসরকারী বিনিয়োগকারীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।