বিভিন্ন উৎস থেকে করোনাভাইরাসের ২১ কোটি ডোজ টিকা পাওয়ার প্রতিশ্রুতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
কোভ্যাক্সসহ বিভিন্ন উৎস থেকে করোনাভাইরাস এর ২১ কোটি ডোজ টিকা পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিব সভা শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিং-এ তিনি এ কথা জানান। এ সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভায় স্বাস্থ্যসেবা ও করোনা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। সর্বশেষ ক্রয় সংক্রান্ত সভায় ছয় কোটি ডোজ টিকা ক্রয়ের জন্য অনুমোদন দেয়া হয়েছে। দেশের মানুষকে দুই কোটি পাঁচ লাখ টিকা দেয়া হয়েছে। এখন এক কোটি চার লাখ মজুদ আছে। ধাপে ধাপে সেগুলো দেয়া হচ্ছে। খন্দকার আনোয়ারুল ইসলাম আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্য ঘাটতি দূর করতে খাদ্য এবং কৃষি মন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন। চাহিদা অনুযায়ী খাদ্য উৎপাদন কম হলে, প্রয়োজনে আমদানি করবে সরকার।