বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে বিএনপি: তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে বিএনপি। এমন অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে দৈনিক আজাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের স্মরণসভায় যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই অভিযোগ করেন মন্ত্রী। সম্প্রতি জেদ্দায় পাকিস্তানী গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপি নেতাদের এক বৈঠকের খবর প্রসঙ্গে তথ্যমন্ত্রী আরো বলেন, ১২ বছর ধরেই ষড়যন্ত্র করছে বিএনপি। কিন্তু তাতে কোন লাভ হয়নি। ভবিষ্যতেও ষড়যন্ত্র করে সরকার উৎখাতের চেষ্টা সফল হবে না। তাই ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করে করোনা পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়িয়ে গণমুখি রাজনীতি করতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানান তথ্যমন্ত্রী।